আমীর খসরুর হুঁশিয়ারি: গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা ক্ষতিকর
- By Jamini Roy --
- 25 January, 2025
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি বলেন, “গণতন্ত্রের বাইরে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তবে তা বাংলাদেশের জন্য ভালো হবে না।”
বক্তব্যে আমীর খসরু জিয়াউর রহমানের প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের সংস্কারের নায়ক হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন। তাকে জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করা যেতে পারে।” তিনি আরও দাবি করেন, বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ৯০ শতাংশ করেছে এবং এর মধ্যে খালেদা জিয়ার ভিশন-২০৩০ এ বহু সংস্কারের পরিকল্পনা রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন যে, বিএনপি কখনও জিয়াউর রহমানকে মহামানব হিসেবে উপস্থাপন করেনি, বরং তাকে দেশের বাস্তবতায় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দেখা হয়। খসরু বলেন, “যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো নয়। রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে ওঠেন, তখন সমস্যা তৈরি হয়।”
বিএনপি সরকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যদি সরকার গণতন্ত্রের বাইরে কোনো উদ্দেশ্যে কাজ করতে থাকে, তবে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে। খসরু আরও বলেন, “গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য হতে পারে, তবে ঐক্য সব বিষয়ে থাকা উচিত নয়। নির্বাচিত সরকার যত দ্রুত হতে পারে, ততই ভালো।”
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “সংস্কারের অগ্রদূত বিএনপি। দুই বছর আগে তারেক রহমান ঘোষণা করেছেন যে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি দলীয় ঐক্য ও সমর্থনের গুরুত্বের ওপর জোর দেন এবং বিএনপির ভবিষ্যত কর্মসূচিতে একযোগভাবে কাজ করার আহ্বান জানান।